রামেন নুডুলস ( Ramen)
বন্ধুরা আজ আমি আলোচনা করবো জাপান এর জনপ্রিয় নুডুলস রামেন নিয়ে।
রামেনের উৎপত্তি বলতে গেলে এখনো অস্পষ্ঠ। কিছু উৎস হতে জানা যায় এটি চীন থেকে উৎপত্তি পেয়েছে।
অন্যান্য উৎস বলে এটি জাপানে বিশ শতকের প্রথম দিকে আবিষ্কার করা হয়।
রামেন শব্দটি জাপানী যেটি চীনা শব্দ লামিয়ান থেকে ধার করা। চীন- জাপান এর যখন যুদ্ধ চলছিলো তখন জাপানীরা চীনের রন্ধনশৈলী সম্পর্কে ধারণা নিয়ে ফেলে এবং পরবর্তিকালে তারা পুরো জাপানজুড়ে চাইনিজ রেস্তোরা দিতে শুরু করে। রামেন খাওয়া যখন জনপ্রিয়।
সত্যি বলতে রামেন নুডুলস এখনো চট্টগ্রাম শহরে অনেকের কাছে পরিচিত নয়।
তবে মজাদার রামেনের স্বাদ নিতে চাইলে সোজা চলে যেতে পারেন চট্টগ্রাম শহরের জনপ্রিয় দি সিগনেচার ( Da Signature) রেস্টুরেন্ট এ
ঠিকানাঃ Da Signature
জামাল খান (সেনসিভ ডায়াগনস্টিক সেন্টার এর বিপরীত পাশে) চট্টগ্রাম।
![]() |
নারুটো রামেন 😍 |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন